জাতীয়বিনোদনসিলেট বিভাগ

বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মণিপুরী সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। অপেক্ষাকৃত সংখ্যালঘু মণিপুরীদের ঐতিহ্যবাহী মণিপুরী নববর্ষ (চেরাউবা কুম্মৈ ৩৪২০) উৎসব উপলক্ষে শনিবার ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বেলা ১১ টায় মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা ও নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবে চেরাউবা কুম্মৈ এর উদ্বোধন করা হয়। এসময় মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, ইমা বাংলাদেশ এর চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ, মণিপুরী চেরাউবা উৎসব উদযাপন পর্ষদ এর সদস্য সচিব সনাতন হামোম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মিলিত হয়। পরে কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী সারোইখাংবা, কারি খেলা, শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম এর সভাপতিত্বে এবং সমাজসেবক থোঙাম প্রহলাদ ও মণিপুরী চেরাউবা উৎসব উদযাপন পর্ষদ এর সদস্য সচিব সনাতন হামোম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এস সি সিনহা। বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দাল মোঃ আব্দাল হোসেন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন। এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার (ঢাকা) সয়বাম শান্ত কুমার সিংহ- কে সংবর্ধনা প্রদান করা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২০ তম বর্ষ আজ ২ এপ্রিল শুরু হলো। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউব কুম্মৈ ৩৪২০’ উদযাপনের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মণিপুরীদের ঐতিহ্যবাহী থাবল চংবা অনুষ্ঠান আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close