সাহিত্যসিলেট বিভাগ
কমলগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার ২ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা পাহাড় রক্ষা সোসাইটির সভাপতি মোনায়েম খান প্রমুখ। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।