আইন ও অধিকারসিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানার অভিযানে সাজা পরোয়ানাভূক্ত চার আসামী গ্রেফতার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে রবিবার (২০ ফেব্রুয়ারী) এএসআই রাজু কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ সাজা পরোয়ানাভূক্তসহ আসামী ১. মোঃ ইমাদ উদ্দিন, পিতা হাজী নাজিম উদ্দীনকে শ্রীমঙ্গল থানার আমানতপুর থেকে গ্রেফতার করেন। অপর অভিযানে এএসআই জীবন বাকতি সঙ্গীয় ফোর্সসহ সিআর ২০৫/১৪ এর পরোয়ানাভূক্ত আসামী ২. মোঃ শামীম মিয়া, পিতা মৃত শামসুল হককে শ্রীমঙ্গল থানার কামরুমাঝি বস্তি থেকে গ্রেফতার করেন। আরেক অভিযানে এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৮৫/১৭ নাঃ শিঃ এর পরোয়ানাভূক্ত আসামী ৩. কারী মোঃ আবু হানিফা, পিতা মোঃ আবুল হাসেমকে শ্রীমঙ্গল থানার সাতগাঁও থেকে গ্রেফতার করেন। আরেকটি অভিযানে এএসআই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর ৭৮/২০০০ এর পরোয়ানাভূক্ত আসামী ৪. আক্তার, পিতা আব্দুস ছোবহানকে শ্রীমঙ্গল থানার শাহীবাগ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানার চারটি পৃথক অভিযানে সাজা পরোয়ানাভূক্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close