নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

না’গঞ্জে দীর্ঘ ২৮ বছর পর কালির বাজার স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের স্বর্ণ ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী কালির বাজার। কালির বাজার স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নির্বাচনী প্রার্থী সহ ভোটাররা আনন্দ উৎসবে মেতে উঠেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।

দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন হওয়ায় ভোটের যুদ্ধে কে বিজয়ী হয়ে নতুন নেতৃত্ব দিবে তা দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রসান্ত কর্মকার বলেন- দীর্ঘ ২৮ বছর পর এ নির্বাচনকে ঘীরে কালির বাজার স্বর্ণ পট্রিতে আনন্দ উৎসব বয়ে চলছে। আমি সহ আরো ৪জন নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে রয়েছি। ৯টি পদে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করছে। ১০৬৪ জন ভোটারদের নিয়ে এ সংগঠন। ভোটাদের মধ্য দিয়ে ভোটে নির্বাচিত হবে নতুন পরিচালনা কমিটি। এ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের কাজ শেষ করবো বলে আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close