জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে গ্রীন সিটিতে রূপান্তর করবো : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করেছি।
তাই আমি পুনরায় নিবাচিত হলে করপোরেশনের এলাকাকে গ্রীন সিটিতে রূপান্তরিত করবো। মানুষের চাহিদা মত কাজ গুলো সম্পন্ন করবো।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের আদমজী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন আইভী।
প্রচার চলার সময় আইভীকে কাছে পেয়ে অনেক নারী-পুরুষ তার কাছে ছুটে আসেন। এ সময় তাকে টেনে বুকে তুলে নেন এবং জড়িয়ে ধরে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
গণসংযোগের সময় কোথাও কোথাও নারী ভোটারদের ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে তাকে স্বাগত জানাতে দেখা যায়।
তিনি আরও বলেন, আমার সাথে জনগণের সম্পর্ক পুরানো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন।
প্রতিপক্ষের সমলোচনার প্রসংগে তিনি বলেন যে কাজ করে তার সমলোচনা থাকবে। যিনি সমালোচনা করছেন তিনি হুট করে না জেনে এসব কথা বলছেন। আমি যা-কিছু করেছি মানুষের কল্যানে করেছি নগরবাসীর কল্যানে করেছি।