আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলায় গুলি বর্ষণ

ফিলিস্তিনিদের ওপর ক্রমেই আগ্রাসন বেড়ে চলেছে ইহুদিবাদি ইসরায়েলের। এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে ওপর গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস দিয়ে হামলা চালানোর খবর পাওয়া গেছে। এতে অন্তত ডজন খানেক ফিলিস্তিনি মুসলিম আহত হয়েছেন।

গতকাল শনিবার পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরায়েল বাহিনীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ নিয় এসব তথ্য পাওয়া যায়। সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ছুঁড়ে ইসরায়েলের সেনারা। মূলত বুকরা গ্রামে ইহুদি বসতিরা মার্চের ডাক দিলে এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক আহমেদ জেব্রিল বিশ্ব সংবাদমাধ্যমকে বলেন, আহত আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া ইসরায়েল বাহিনীর টিয়ার গ্যাসের শিকার হয়েছেন ৯৫ জন। সূত্র : ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি ও রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close