নির্বাচনী হালচালরাজনীতিসিলেট বিভাগ

কমলগঞ্জে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা শেষ দিনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন থাকায় সকাল থেকেই বাড়তে শুরু করে উপজেলা নির্বাচন অফিসের কর্মব্যস্ততা। বেলা বাড়ার সাথে মনোনয়ন জমা দিতে নিজেদের পক্ষের কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস, কৃষি অফিস, বিআরডিবি অফিস ও উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত হতে শুরু করেন উপজেলার ৯টি ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা পদের সংশ্লিষ্ট প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৯টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার ৯ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১ জন, খলাফত মজলিস এর ১ জন ও স্বতন্ত্র ২৬ জন মিলে সর্বমোট ৩৭ জন চেয়ারম্যান পদে এবং সাধারণ সদস্য পদে ৩৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জনসহ মোট ৪৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার সন্ধ্যায় প্রার্থী চুড়ান্ত সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ ডিসেম্বর। যাচাই বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close