নারায়ণগঞ্জলেখা-পড়াস্বাস্থ্য বার্তা

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। বুধবার ১৬ অক্টোবর সকাল থেকে প্রথম ধাপে নগরীর দু’টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু । কেন্দ্রগুলো হচ্ছে ক্যাম্ব্রিয়ান স্কুল ও হেরিটেজ স্কুল কেন্দ্র। প্রথমধাপে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। প্রথম দফায় বুধবার থেকে  ক্যাম্ব্রিয়ান স্কুলে ৪/৫ শ শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দেয়া হবে। এদের সকলেই এইচএসসি পরিক্ষার্থী।

টিকাকেন্দ্রে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন বলে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার  মো: শরিফুল ইসলাম। কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হক রবিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা জেলা শিক্ষা অফিস, সিভিল সার্জনের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে সরবরাহ করতে বলা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রদর্শন করতে হবে। এছাড়া, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে নমুন টিকা কার্ড সংগ্রহ করে কার্ডের পূরণকৃত দুই কপি সাথে নিয়ে আসতে হবে।

জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম বলেন, বুধবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে আপাতত অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তীতে আমরা ১২-১৭ বছর বয়সের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমও শুরু করবো।

তিনি আরো বলেন, ছয়টি কেন্দ্রের মধ্যে আপাতত দু’টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। ভ্যাকসিন রাখার জন্য তাপমাত্রা একটি বড় ফ্যাক্টর। জেনারেটর এবং এসি ছাড়া ভ্যাকসিন রাখা যাবে না। ক্যাম্ব্রিয়ান স্কুল এবং হেরিটেজ স্কুল থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৩১ অক্টোবর নগরীর সরকারি-বেসরকারি ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে টিকাদানের কেন্দ্র করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর চিঠি দেয় জেলা শিক্ষা অফিসার। এরপর ১ নভেম্বর টিকাদান কেন্দ্রের জন্য প্রস্তাব করা এসব স্কুল পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ।

জানাগেছে, এবার জেলায় মোট ৫৫টি স্কুল ও কলেজ এবং ৩৭ টি মাদ্রাসাসহ এইচএসসি  ও সমমানের পরিক্ষার্থী সর্বমোট ২২ হাজার ৯৫৩ জন। এরমধ্যে সাধারণ পরিক্ষার্থী ২০ হাজার ৭৪২ জন, মাদ্রাাসা লেবেলে আলিম পরিক্ষার্থী ১ হাজার ৩০৪ জন এবং কারিগরী পরিক্ষার্থী ৯০৭ জন। নারায়ণগঞ্জ সদরে ১৯ টি স্কুল এন্ড কলেজ থেকে অংশ নিচ্ছে  ১১ হাজার ১৫১ জন, কারিগরী ১৭৪ জন ও আলিম পরিক্ষার্থী ৫৫৫ জন। বন্দরে স্কুল-কলেজ থেকে ২ হাজার ৩৩৯ জন ও আলিম পরিক্ষার্থী ১৫৩ জন।  সোনারগাঁয়ে স্কুল-কলেজে ২ হাজার ৩৬১ জন ও আলিম পরিক্ষার্থী ১৪৭ জন। রূপগঞ্জে স্কুল-কলেজে ১ হাজার ৯৯৮ ও কারিগরী ৩৮৬ এবং আলিম পরিক্ষার্থী ৩৩৩ জন। আড়াইহাজার উপজেলায় স্কুল-কলেজ এর পরিক্ষার্থী ২ হাজার ৮৯৩ জন, কারিগরী ৩৪৭ জন ও আলিম পরিক্ষার্থী ১১৬ জন।

উল্লেখ্য, চলতি মাসের ১ নভেম্বর রাজধানীর স্কুলগুলোতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মাধ্যমে রাজধানীর আটটি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আট স্কুলের প্রতিটিতে গড়ে দৈনিক দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টিকা দেওয়ার কথা ছিল।  টিকা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে ২৫টি বুথ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close