জাতীয়সিলেট বিভাগ

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুলনাহার বেগম, কয়েছ মিয়া প্রমুখ।
সবশেষে ৬টি সমবায়ী প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে দেশে সমবায় আন্দোলন শুরু করেছিলেন। সমবায়ের মাধ্যমে লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশও উপকৃত হয়। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে জোরদার করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এখন এ সমবায়ের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে প্রধান অতিথি শ্রেষ্ট সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
Write to News Room
Aa

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close