নারায়ণগঞ্জরাজনীতি

অসুস্থ আওয়ামী লীগ নেতা বাবু কালীপদ মল্লিকের পাশে শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবু কালীপদ মল্লিক। তিনি স্থানীয় আওয়ামীলীগের একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দলের দুঃসময়ে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় কয়েকজন নেতার মধ্যে কালীপদ মল্লিক অন্যতম।দলের রাজনীতি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া রেললাইন এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাড়িতে তার সংসার। একসময় ব্যবসায় জড়িত থাকলেও এখন আর তার কিছুই নেই। দল দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও ভাগ্য বদল হয়নি আওয়ামী লীগের এই নেতার। ব্যবসা বন্ধ আর আর্থিক সংকট দিনদিন দুঃশ্চিন্তায় ফেলে দেয় কালীপদ মল্লিক কে। এরই মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বরে হঠাৎ অসুস্থ বোধ করায় দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।সেখানে অক্সিজেন সাপোর্ট দেয়ার পর কিছুটা সুস্থতা বোধ করেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা (এনজিওগ্রাম) শেষে জানা যায় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।দ্রুত অপারেশন করতে হবে।এসময় আর্থিক সংকটের কথা চিন্তা করে মানসিকভাবে ভেঙ্গে পড়েন কালীপদ মল্লিক।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির কাছে কালীপদ মল্লিকের অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।এবং তার চিকিৎসার পুরো দায়িত্ব নেন তিনি। চিকিৎসার জন্য অনুদান হিসেবে বাবু কালীপদ মল্লিক এর ছেলে রিদয় মল্লিকের হাতে তুলে দেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চেক। আর প্যানেল মেয়র মতিউর রহমান মতি কে নির্দেশ দেন অসুস্থ বাবু কালিপদ মল্লিকের চিকিৎসার সার্বিক সকল খোঁজ খবর রাখার।

প্যানেল মেয়র মতিউর রহমান মতি জানান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু কালীপদ মল্লিক দাদা বেশ কয়েক মাস ধরে অসুস্থ। তার হার্টে ব্লক ধরা পড়েছে। চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। তার অসুস্থতার বিষয়টি শামীম ভাইকে জানানো হলে তিনি জানান, টাকা-পয়সার জন্য কোন চিন্তা করতে হবে না এটা আমি দেখবো এবং তার চিকিৎসার পুরো দায়িত্ব নেন তিনি। তিনি মেডিকেল চেক-আপের জন্য দুবাইতে থাকার কারণে আমাকে কালীপদ দাদার চিকিৎসার সব ধরনের খোঁজখবর রাখতে বলেন। কালীপদ দাদা অসুস্থ হওয়ার শুরু থেকেই তাঁর চিকিৎসার সকল বিষয়ে পাশে আছি বলে আমি শামীম ভাইকে অবহিত করি। বাবু কালীপদ মল্লিকের ছেলে রিদয় মল্লিক জানান, সোমবার আব্বুর হার্টে তিনটা রিং বসানো হয়েছে। আজ (বুধবার) আব্বুর সঙ্গে কথা বলেছি সে ভালো আছে।মাননীয় এমপি শামীম ওসমান আঙ্কেলের দেয়া অনুদানে হাসপাতালের বিল পরিশোধ করা হয়েছে।আজ আব্বুকে বাসায় নিয়ে আসবো। রিদয় বলেন,মাননীয় এমপি মহোদয় পাশে না দাঁড়ালে আব্বু এতো দ্রুত সুস্থ হতো না। আমরা এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায়, দু:স্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নারায়ণগঞ্জে মানবিক পরিবার হিসেবে পরিচিতি পেয়েছেন ওসমান পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close