নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ‘ল্যাকটেটিং মাদার ভাত‘ প্রদান করা হবে।
গর্ভবতী এবং বাচ্চার বয়স ২ বছরের নিচে, বুকের দুধ খাওয়ান এমন মায়েদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ‘ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করা হবে।
যারা এখনাে নাম জমা দেন নাই তাদের দ্রুত নাম জমা দেয়ার জন্য অনুরােধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। রবিবার (৩ অক্টোবর) কাউন্সিলর শওকত হাসেম শকু এ তথ্য জানান। তিনি জানান, শিশু ও মায়ের পুষ্টি পুরনের জন্য দুই বছরে তিন দফায় প্রতিজন মা ২৮ হাজার টাকা করে পাবেন। যারা এখনাে নাম জমা দেন নাই, তাদের দ্রুত কাউন্সিলর কার্যালয়ে নাম জমা দেয়ার জন্য অনুরােধ জানাচ্ছি। যারা এই সুবিধা ভােগ করতে ইচ্ছুক তারা নিম্নোক্ত কাগজপত্র নিয়ে কাউন্সিলর কার্যালয়ে যােগাযোগ করার অনুরােধ জানানাে হয়েছে- ১। মায়ের ভােটার আইডি ১ কপি ২।মায়ের ছবি ৪ কপি ৩। গর্ভবতী হলে নগর স্বাস্থ্য কেন্দ্র হতে গ্ভকালিন প্রত্যয়ন পত্র লাগবে ৪। যদি বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চার জন্ম সনদ দিতে হবে (বি: দ্র: মায়ের বয়স অবশ্যই ২০-৩৫ এর মধ্যে হতে হবে)