Uncategorized

আমতলী পৌর ছাত্রলীগ এর উদ্যোগে ঈদ উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণ।

অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমতলী পৌর ছাত্রলীগের “ঈদ উপহার”।

আমতলী পৌর ছাত্রলীগের উদ্যোগে আমতলীর নিম্নআয়ের মানুষের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে আমতলী এর বিভিন্ন জায়গা ঘুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলীর  অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এসময় প্রত্যেককে উপহার হিসেবে  চাল, চিনি, পেঁয়াজ, ডাল, লবণ, সয়াবিন তেল, নুডুলস, লাচ্ছা সেমাই ও সাবান দেয়া হয়।আমতলী পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক  সম্পাদক অমিত রসুল অপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।আজকের এই উপহার সামগ্রী বিতরনের জন্য আমতলী পৌর ছাত্রলীগ নেতা আশিক খান ঈদ শপিং এর টাকা আমাদের হাতে তুলে দেন।এমন কর্মীরা আছে বলেই আজ ছাত্রলীগ  এদেশের শিরায় মিশে আছে।আমরা এমন কর্মী পেয়ে গর্বিত।

ঈদ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে শাখা  ছাত্রলীগ নেতা শন পলক, আল সাকিব উপস্থিত ছিলেন।

আমতলী পৌর ছাত্রলীগ এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সব শ্রেনীপেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close