আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সব ‘ট্রাভেল করিডোর’ বন্ধ সোমবার থেকে

আগামী ১৮ জানুয়ারি (সোমবার) থেকে মার্কিন যুক্তরাজ্যের সব ট্রাভেল করিডোর বন্ধ করে দেওয়া হচ্ছে। করোনার নতুন ধরন থেকে সুরক্ষা পেতে সব ট্রাভেল করিডোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের সরকার। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা  হয়েছে।

 

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রত্যেককেই করোনা ভাইরাসের নেগেটিভ ফলাফল দেখাতে হবে। ব্রাজিলে করোনার নতুর ধরনের উপস্থিতি নিশ্চিতের পরই যুক্তরাজ্যের সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কড়াকড়ি চালু থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন

১৮ জানুয়ারি (সোমবার) থেকে বন্ধ হতে যাওয়া ট্রাভেল করিডোর দিয়ে অন্য দেশ থেকে মার্কিন যুক্তরাজ্যে আগতদের প্রথম পাঁচদিন পর করোনার ফলাফল নেগেটিভ না এলে ১০ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে।

পূর্বের ২৮ দিনে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২৮০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭ হাজার ২৯১ জনে। গত শুক্রবার নতুন করে ৫৫ হাজার ৭৬১ জনের করোনা ধরা পড়ে। আগের দিন করোনা শনাক্তের এ সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৮২ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যমতে বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষ মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close