আন্তর্জাতিক

ক্যাপিটলে তাণ্ডবের পর জোরালো হয়েছে ট্রাম্পের পদত্যাগের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে কংগ্রেস ভবন দখলে নিয়ে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় তার পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এদিকে, নজিরবিহীন এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় সর্বস্তরে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হতে এখনও আরও দু’সপ্তাহ বাকি থাকলেও, এর আগেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো করা হয়েছে। CNN জানাচ্ছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এবং মন্ত্রিসভার সদস্যরাই তাকে সরানোর পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য দাবি করে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের আহ্বান জানিয়েছেন রিপাবলিকানদের অনেকে। সংশোধনী কার্যকর হলে জো বাইডেন শপথ নেয়ার আগ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। রিপাবলিকানদের বেশ কয়েকজন ট্রাম্পের অভিসংশনের দাবিও জানান।

বর্তমান এই পরিস্থিতিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন ট্রাম্প আর একদিনও মার্কিন প্রেসিডেন্ট থাকলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে মন্ত্রীসভার সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। রিপাবলিকানরা মাইক পেন্সকে আনুষ্ঠানিক কোন অনুরোধ না জানালেও তাকে চিঠি দিয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বিচার বিভাগীয় কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close