বিনোদন

মেষের সাফল্যের দিনে টাকা পাওয়ার সম্ভাবনা বৃষের

আজ বুধবার ৬ জানুয়ারি, ২০২১। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। বকেয়া টাকা পয়সা আদায়ে তাগাদা দিন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়িক যোগাযোগে সাফল্য আসবে।

বৃষ: চাকরি-সংক্রান্ত কোনো পরীক্ষায় সুফল আশা করতে পারেন। পদস্থ কর্মকর্তার সঙ্গে দূরের যাত্রার যোগ প্রবল। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে আপনার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। টাকা পাওয়ার সম্ভাবনা তেমন নেই।

মিথুন: জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সেমিস্টার পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে।

কর্কট: ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে লোকশানের সম্মুখীন হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে।

সিংহ: ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে ভালো লাভ হওয়ার যোগ রয়েছে।  দাম্পত্য ভুল-বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশিদারি কাজে সাফল্য লাভের যোগ প্রবল।

কন্যা: আয় রোজগার নিয়ে ভয় দেখা দেবে। কর্মস্থলে কোনো সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। অধিনস্থ কর্মচারীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। অসুস্থদের একটু সতর্ক থাকতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতি হতে পারে।

তুলা: সকালের দিকে বিদ্যার্থীরা আশানুরূপ সাফল্য পেতে পারেন। প্রেমের সম্পর্কে অহেতুক ভুল-বোঝাবুঝির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। টাকা খরচ না করাই ভালো।

বৃশ্চিক: শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

ধনু: গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজ দূরে কোথাও যাত্রা হতে পারে। সেই যাত্রা শুভ।

মকর: আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগ বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ: কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close