নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নাসিক নির্বাচনে সংরক্ষিত ৩৫ বৈধ নারী কাউন্সিলর প্রার্থীর তালিকা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় ৩৫ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সংরক্ষিত নারী আসন-১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৬ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর, শামীম আরা লাভলী, জিয়াসমিন আক্তার জুথি, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভুঁইয়া।

সংরক্ষিত নারী আসন-২ (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম, সুমি বেগম, ডলি আক্তার, জান্নাতুল ফেরদৌস নীলা।

সংরক্ষিত নারী আসন-৩ (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৬ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা, মিতু রহমান, রেহানা পারভীন, তাসনুভা নওরীন ইসলাম, শারমিন শাকিল মেঘলা, জাহানারা হাকিম।

সংরক্ষিত নারী আসন-৪ (১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মিনোয়ারা বেগম, নুপুর বেগম, মৌসুমি ভুঁইয়া।

সংরক্ষিত নারী আসন-৫ (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ২ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি জেলা নারী সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক পপি রানী সরকার।

সংরক্ষিত নারী আসন-৬ (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, সানজিদা আহমেদ জুয়েলী, সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরীন।

সংরক্ষিত নারী আসন-৭ (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শিউলী নওশাদ, নুরুন্নাহার বেগম, মায়ানুর আহমেদ, শারমিন ইসলাম।

সংরক্ষিত নারী আসন-৮ (২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শাওন অংকন, শাহনাজ আক্তার ভুঁইয়া, ডলি বেগম, সুরাইয়া ভুঁইয়া।

সংরক্ষিত নারী আসন-৯ (২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) মনোনয়নপত্র বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর হোসনে আরা, সানিয়া আক্তার, শাহী ইফাৎ জাহান।

প্রসঙ্গত: প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close