জাতীয়বিনোদন

৪১ সিনেমা হলে চলবে জনপ্রিয় ‘হাওয়া’ সিনেমা

গেল সপ্তাহে ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এ সপ্তাহে হল বেড়েছে ছবিটির। শুক্রবার (৫ আগস্ট) থেকে ছবিটি চলবে ৪১টি সিনেমা হলে।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ঢাকার বাইরে: সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), শতাব্দী (শেরপুর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), সিল্ভার স্ক্রীণ (ফিনলে স্কয়ার, চট্টগ্রাম), সুগন্ধা (কাজীর দেওরি, চট্টগ্রাম), ছন্দা (পটিয়া), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), রুপকথা (পাবনা), মৌচাক (ভাঙ্গুরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (রংপুর রোড, বগুড়া), রুটস সিনে ক্লাব (জেসি রোড, সিরাজগঞ্জ), গৌরি (শাহজাদপুর), শাপলা (রংপুর), গ্রান্ড সিনেপ্লেক্স (সিলেট), নন্দিতা (সিলেট)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close