বন্দর

বন্দর উপজেলার নতুন চেয়ারম্যান মাকসুদ হোসেন

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন মাকসুদ হোসেন। বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে ঘোষণাকৃত ফলাফলে তার ভোটের পরিমান সবচেয়ে বেশি।

ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ৫৪ টি কেন্দ্রে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৪টি ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এমএ রশিদ পেয়েছেন ১২ হাজার ৬০৮ টি ভোট ও আতাউর রহমান মুকুল পেয়েছেন ১৫ হাজার ৬৫৩ টি ভোট।

দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। কোথাও বড় ধরনের সংঘর্ষ ঘটেনি।সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। সর্বশেষ বিকেল ৩টা পর্যন্ত ৩৮শতাংশ ভোট কাস্ট হয়েছে। এবারের নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close