নারায়ণগঞ্জবন্দর

বন্দরে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

বন্দরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (২২ জানুয়ারি) উপজেলার ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. রিহান (২৪)। সে বন্দরের আলীনগর এলাকার বাসিন্দা মো. শরীফ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী  সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত বছর ২৯ জুলাই আসামী রিহানসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, ধৃত আসামী উক্ত মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে উল্লিখিত আসামী গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে শনিবার রাতে বন্দর থানাধীন ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close