জেলা/উপজেলাসারাদেশ

নারায়ণগঞ্জে বৃক্ষরোপন করলেন ৬৪ জেলায় গাছ লাগানোর উদ্যোগ নেয়া তরুণ মুমিনুল হক ফাহিম

নিজস্ব প্রতিবেদক : ” লেটস মেইক গ্রিন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ৬৪ জেলায় গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন সিলেট জেলার তরুণ মুমিনুল হক ফাহিম। এরই অংশ হিসেবে গত রবিবার ৫০ তম জেলা হিসেবে নারায়ণগঞ্জে তিনি বৃক্ষরোপন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আদমজী সুমিলপাড়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান নূরে মদিনা মোহেব্বিয়া বাদশা মেম্বার দীনিয়া মাদ্রাসায় বৃক্ষরোপনের এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জারিফ অনন্ত, নূরে মদিনা মোহেব্বিয়া বাদশা মেম্বার দীনিয়া মাদ্রাসার শিক্ষক সাংবাদিক আহসানুল হাবিব সোহাগ, মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, Planting Trees in 64 Districts of Bangladesh এর কো-লিডার দূর্জয় রায়সহ আরো অনেকে। হাসনাহেনা, গোলাপ, বেলিসহ বিভিন্ন ফুল এবং বিভিন্ন দেশীয় ফলের চারা মাদ্রাসা প্রাঙ্গণে রোপন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসময় বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, মুমিনুল হক ফাহিম ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক। পাশাপাশি তিনি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত। অবলা প্রাণীদের অধিকারের ব্যাপারে সোচ্চার এই মানুষটি বেশ ভ্রমণপিপাসুও বটে। তিনি ইতিমধ্যে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমণ সম্পন্ন করেছেন। তিনি ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কপ-২৬ ইয়ূথ এনগেজমেন্ট চ্যালেঞ্জ ফান্ড জিতে নেন তাঁর ৬৪ জেলায় গাছ লাগানোর চমৎকার আইডিয়ার মাধ্যমে। এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই তিনি এই প্রকল্প পরিচালনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close