কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৮জন আহত হয়েছেন। তাদের মধ্যে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নেন এবং বাকিরা বাইরে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান গেছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে ঘটে।

চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি উদ্ধারকারী ট্রেনে উদ্ধার কাজে যাচ্ছে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।
বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close