খেলাধুলা

উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামাল উলভস

প্রিমিয়ার লিগে রীতিমত উড়ছিল ম্যানচেস্টার সিটি। প্রথম ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

অবশেষে সপ্তম ম্যাচে এসে থামল সেই জয়রথ। তাদের প্রথম হারের স্বাদ দিয়ে নিজেদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে উলভস।
মলিনেক্স স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে সিটি। ১৩ মিনিটে নেতো ক্রস ঠেকাতে গিয়ে উল্টো জালে বল ঠেলে দেন ডিফেন্ডার রুবেন দিয়াজ। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও সেই গোল আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার দল।

বিরতির পর চাপ বজায় রাখে সিটি। ৫৮ মিনিটে গিয়ে সমতা ফেরায় তারা। বাঁকানো শটের দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলটি করেন হুলিয়ান আলভারেস। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। কারণ ৬৬ মিনিটে আবারও এগিয়ে যায় উলভস। মাথিউস কুনিয়ার পাস থেকে জালের ঠিকানা খুঁজে নেন কোরিয়ান স্ট্রাইকার হোয়াং হি-চ্যান।

এরপর আর চেষ্টা করেও পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। তবে সেটা হতে পারে কিছুক্ষণের জন্য। কেননা একটু পরই মাঠে নামছে লিভারপুল-টটেনহ্যাম। সেই ম্যাচে জিতলেই শীর্ষে উঠবে লিভারপুল। ১৬ পয়েন্ট নিয়ে আপাতত তিনে আছে তারা।

সিটির মতো দিনটা ভালো কাটেনি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মিকেল আর্তেতার দল। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এভারটনকে ২-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেল লুটন টাউন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close