আন্তর্জাতিক

চীন ২২ হাজার কোটিরও বেশি মাস্ক রপ্তানি করেছে

গত ২০২০ইং সালে ২২ হাজার কোটিরও বেশি মাস্ক রপ্তানি করেছে চীন।আজ ২৯শে জানুয়ারী (শুক্রবার) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর বিশ্বব্যাপী মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় গত বছরের শুরুতে ভাইরাস সংক্রমণের কারণে চীনের রপ্তানি খাতে ধ্বস নামলেও মাস্ক রপ্তানিতে সেই ঘাটতির বড় অংশ পুষিয়ে গেছে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী কিয়ান কিমিং আজ ২৯শে জানুয়ারী (শুক্রবার) সাংবাদিকদের জানিয়েছেন, চীন গত বছর  ২৩০ কোটি পিস সুরক্ষা সরঞ্জাম এবং ১০০ কোটি শনাক্তকরণ কিট রপ্তানি করেছে।

এই বছরের চলতি মাসের প্রথম দিকে এক কাস্টমস কর্মকর্তা জানিয়েছিলেন, পাঁচ হাজার ২৬০ কোটি মার্কিন ডলারের মাস্ক এই পর্যন্ত রপ্তানি হয়েছে।

Customs এর মুখপাত্র লি কুইয়েন বলেন, ‘রপ্তানিকৃত এই মাস্কের সংখ্যা চীনের বাইরে সারাবিশ্বে মাথাপিছু প্রায় ৪০ মাস্কের সমপরিমাণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close