আইন ও অধিকারসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা

সিদ্ধিরগঞ্জে জনসচেতনায় বিভিন্ন মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানসহ থানার বিভিন্ন কর্মকর্তা গতকাল শুক্রবার (৪ জুন) জুমার খুৎবার আগে প্রচারণা চালিয়েছেন।এ সময় মাদক, জঙ্গী, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, জরুরী সেবা-৯৯৯, সামাজিক অনুশাসন, পারিবারিক শৃংখলাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করা হয়।উক্ত বিষয়গুলো নিয়ে মো. মশিউর রহমান পিপিএম-বার, অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, কর্তৃক এনায়েতনগর শাহী জামে মসজিদে, একই সাথে জনাব মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জপুল, মো. আবু বক্কর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) বেপজা জামে মসজিদ, ইপিজেড, এস আই মো. ফারুক হোসেন বায়তুল হামদ জামে মসজিদ, সানারপাড়, এস আই মো. ফয়সাল আলম-২ বায়তুন নুর জামে মসজিদ, পশ্চিম মুক্তিনগর, সানারপাড়, এস আই আবু হানিফ, আহসান উল্লাহ সুপার মার্কেট জামে মসজিদ, চিটাগাংরোড, এস আই আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন, ওমরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, এস আই হাসিব হোসেন, কদমতলী প্রধান জামে মসজিদ, এস আই শওকত জামিল, জালকুড়ি মাইজ পাড়া জামে মসজিদ এবং এস আই মো. মফিজুর রহমান, আজিম মার্কেট জামে মসজিদে উল্লেখিত বিষয়ে আলোচনা করনে।জনসচেতনায় প্রচারণার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসর্পোট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা পয়সা লাগে না এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল সহ জেলার উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করেন। এছাড়াও পারিবারিক শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে সন্তানের দিকে খেয়াল রাখাসহ তাদের সময় দেওয়ার জন্য সকল অভিভাবকদের আহ্বান জানান। এবং বর্তমান করোনা মহামারীর সময় সকলকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close