জাতীয়নারায়ণগঞ্জরাজনীতি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন মামুন মাহমুদ ও শ্রাবণ
জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদ।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা প্রকাশ করে যে, দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রওনাকুল ইসলাম শ্রাবণ ও মামুন মাহমুদ।
এর আগে গত ৮ আগস্ট শ্রাবণকে ছাত্রদলের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিএনপি। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্ব পান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান।
ওই দিন রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে ছাত্রদলের কয়েকজন নেতা জানিয়েছিলেন, ওই দিন সন্ধ্যায়ও রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসেছিলেন শ্রাবণ। তাকে দেখে অসুস্থ মনে হয়নি। শ্রাবণকে ‘পলিটিক্যাল সিকনেস’ বা ‘রাজনৈতিক অসুস্থতা’ দেখিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মামুন মাহমুদ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মামুন মাহমুদ বলেন, আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলমান আছে তাতে আমার জীবনের সর্বোচ্চটুকু উৎসর্গ করতে প্রতিশ্রতিবদ্ধ। আমাকে প্রদত্ত দায়িত্ব এতে অনুপ্রেরণা জোগাবে।