আড়াইহাজার
আড়াইহাজারে র্যাব-১১ ও ১২’র যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার
আড়াইহাজারে র্যাব-১১ ও ১২ এর যৌথ অভিযানে বগুড়ার লক্ষীপুর গ্রামের ‘আমিনুল সরদার’ হত্যাকান্ডের এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) মাধবদী এলাকায় অভিযান অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতর নাম মোঃ তৌহিদুল (৪৬)। সে মামলার এজাহারনামীয় ২ নং আসামী। র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে।
র্যাব জানায়, গত ২২ মার্চ আমিনুল সরদারকে গ্রেফতারকৃত আসামী তৌহিদুল এর নির্দেশে চাপাতি, শাবল, লোহার রড সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বোন মোছাঃ আফরুজা বেগম (৪২) বাদী হয়ে বগুড়া জেলার আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এবং র্যাব-১২, বগুড়ার যৌথ চৌকস গোয়েন্দা দল মোঃ তৌহিদুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ঠ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।