ঢাকা

আর্বজনা রোধ করে পরিবেশ বান্ধব দেশ গড়ে তুলি

ডেস্ক রিপোর্ট, মোহাম্মদপুরঃ

আমাদের ব্যস্ত জীবনের উন্নয়নের জন্যে কিছু উন্নতিশীল এবং কার্যকর কর্মের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ একান্ত প্রয়োজন যা দারা আমাদের জীবনের মান আরো ভালোভাবে সমৃদ্ধি করা সম্ভব। আমাদের সবারই সতেজ পরিবেশে বসবাস করবার অধিকার সবারই আছে যা দারা আমরা আমাদের দৈনন্দিন জীবনকে আরো ভালোভাবে গড়ে তুলবার সপ্ন জাগে। আমরা সবাই যদি শক্ত ভাবে ময়লা এবং আর্বজনা রোধ করবার জন্যে কাজ করি তাহলে আমাদের জীবনে ময়লা এবং আর্বজনা জনিত রোগ আছে সেসব সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং এই সমস্যাগুলো আমাদের সমাজ, পরিবেশ এবং জলবায়ুকে ক্ষতিগ্রস্ত করছে। ময়লা এবং আর্বজনা জনিত সমস্যাগুলোর কারণে অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক সংকট দেখা দেয়। কিছু উন্নয়নশীল দেশগুলোতে আজও উন্নত দেশগুলোর মতন পর্যাপ্ত ব্যবস্থা নেই যার কারণে আমাদের দেশ আজও ভালো পরিবেশ থেকে বঞ্চিত।

আমাদের সস্মানিত মোহাম্মদপুর সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দাগণ এই সম্প্রদায়ে অনেক ধরনের পরিবর্তন চেয়ে থাকেন যার মাধ্যমে তাদের আয় রোজগার আরো বৃদ্ধি পায় এবং সামনে জীবনে চলার পথে আর কোনো সমস্যার সমুক্ষীণ হতে না হয়। আরো জানা গেল যে যারা রাস্তা আশেপাশে চলাফেরা করে তাদের প্রচুরপরিমাণ ধুলো এবং আর্বজনার সস্মুক্ষীণ হতে বাধ্য হচ্ছে যার কারণে কিছু জনগণ সাস্থ্য জনিত সমস্যায় অনেক খারাপ ভাবে আক্রান্ত। আরো জানা গেল যে বৃষ্টির দিনগুলো রাস্তার পাশে চলাচল করা বিপদজনক, কিছু জায়গায় মাটির কাদায় ভরে থাকে এবং কিছু জায়গায় ময়লা এবং আর্বজনা দিয়ে ভরে থাকে যার কারণে পা স্লিপ করার সম্ভাবনা থাকে বেশি।

পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে আমাদের এবং আমাদের পরিবেশ এবং দেশকে রক্ষা করতে করতে
ময়লা এবং আর্বজনা সরানো খুব তাপর্য ভুমিকা পালন করে। এই কাজ এর জন্যে আমরা সরকারের সাহায্য চাই যেন এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করে দিলে মোহাম্মদপুর সস্প্রদায়ের স্থানীয় মানুষেরাই উপকৃত হত। 33 নাম্বার ওয়ার্ড কাউন্সিল মহামান্য আসিফ আহমেদ, মোহাম্মদপুর সস্প্রদায়ের সকল সমস্যাগুলো সমাধান করবার জন্যে প্রত্যক্ষ কাজ করে যাচ্ছেন। উনার সাহায্যে মোহাম্মদপুর সস্প্রদায়ের সমস্যাগুলো অনেকটাই নিয়ত্রণে এসেছে যার কারণে স্থানীয় মানুষরা আরো ভালোভাবে এবং শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করতে পারছে।

উন্নত ভাবে যদি ময়লা এবং আর্বজনা মোহাম্মদপুর সস্প্রদায় থেকে রোধ করা যায় তাহলে আমাদের পরিবেশকে আরো প্রাণবন্তভাবে জলবায়ু জনিত সমস্যা, বন্যার সমস্যা সাথে মোকাবেলা করতে পারব যার কারণে স্থানীয় বা অন্যান্য সঙ্কীয় উদ্যোগের বনেদসরূপ স্থায়ী কাঠামোগুলো ভালো থাকবে। মোহাম্মদপুর সস্প্রদায়কে উন্নত করতে আমাদের প্রয়োজন অনেক ভাল পরিকল্পনা, অর্থায়ন এবং ভালো নীতিমালা এবং এই পদক্ষেপগুলো মেনে কাজ করলে আমাদের স্থানীয় মানুষরা সমস্যাগুলো থেকে অনেক তাড়াতাড়ি মুক্তি পাবে। স্থানীয় মানুষদের কিছু শিক্ষণীয় কার্যক্রমের মাধ্যমে শিখানো যায় যে কি করলে এবং কিভাবে আমাদের পরিবেশকে ভালো গড়া যায় তাহলে মোহাম্মদপুর সস্প্রদায়েকে আরো ভালো এবং সুন্দরভাবে গড়ে তুলা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close