নারায়ণগঞ্জসোনারগাঁও

সোনারগাঁয়ে র‌্যাব-১ ‘র পৃথক অভিযান, মাদকসহ ২ জন আটক

সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে ২জনকে আটক করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী, তাদের হাতে নাতে আটক হয়। রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় ১ জনের কাছ থেকে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং অপরজনের কাছ থেকে ১শ’ ৫১ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার মো. শেখ কেরামত আলীর ছেলে মো. অপু হোসেন (২৮) ও রূপগঞ্জ উপজেলার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. লিয়াকত আলী ওরফে রেকত (৩০)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামী মো. অপু হোসেন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, এছাড়া আসামী মো. লিয়াকত আলী ওরফে রেকত দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close