রাজনীতিসারাদেশ

নাটোরে সম্মেলনকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে আসতে থাকেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমানসহ দুই গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং অপর সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন। নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close