আড়াইহাজারনারায়ণগঞ্জরাজনীতি
আড়াইহাজারে নবনির্মিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন
আড়াইহাজার বাংলাদেশ আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলা শাখার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা সদরে চারতলা বিষিষ্ট নবনির্মিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টির উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন (এমপি) গোপালদী পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে চিফ হুইপ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন।
আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এম পি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হত না, তেমনি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নত সমৃদ্ধি বাংলাদেশ আমরা পেতাম না। প্রধামনস্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনায় আছে বলেই মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেলসহ অসংখ্য মেঘা প্রকল্প সম্পন্ন হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে দিনযাপন করছে।
এসময় তিনি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানান।