সিলেট বিভাগ

কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি: “আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার ৯ আগস্ট দুপুরে শমসেরনগর চা বাগানে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাগানের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম গোয়ালার সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বিন, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি আর. কে. সোমেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের সদস্য মোনায়েম খান, আলমগীর হোসেন, শ্যামলী। এছাড়া অনুষ্ঠানে চা জনগোষ্ঠীর অর্ধশতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close