ঢাকানারায়ণগঞ্জ
ঢাকা ও না’গঞ্জের গাউসিয়া মানবিক টিম এখন কুড়িগ্রামে
নিজস্ব সংবাদদাতা: গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনা অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জ মানবিক টিমের সদস্যবৃন্দ এখন কুড়িগ্রামে। বন্যা কবলিত বানভাসীদের সহায়তায় বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কাজ শুরু করছে।
ঢাকা মানবিক টিমের সমন্বয়ক আলহাজ্ব মুহাম্মদ হোসাইন এবং নারায়ণগঞ্জ মানবিক টিমের সমন্বয়ক আলহাজ্ব আব্দুল মোস্তফা রাহিম আজহারী ও মাওলানা মুহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরী’র নেতৃত্বে প্রথম দফায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী নিয়ে কুড়িগ্রাম পৌঁছেছে।
জানা যায়- নারায়ণগঞ্জ মানবিক টিমের পক্ষ থেকে কুড়িগ্রামের রৌমারী সহ আশেপাশের বানভাসী ২০০০ পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দিবে গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মানবিক টিম।
এর আগে সিলেট ও সুনামগঞ্জে ১৬০০ পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দিয়েছিল নারায়ণগঞ্জ মানবিক টিম। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে নতুন ঘর তোলে দেওয়ার কথা জানান সংগঠনটির সমন্বয়ক আব্দুল মোস্তফা রাহিম আজহারী।