জাতীয়
আইইআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মাননা পেলেন আশরাফ উদ্দিন
শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউট (আইইআর) অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে সম্মাননা ম্মারক পেলেন দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক মোঃ আশরাফ উদ্দিন।
শুক্রবার(১৭ ফেব্রুয়ারি)বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয় তাঁকে।
আইইআর অ্যালাইমনাইয়ের অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও এএম নুরুল হায়াত টুটুলের সঞ্চালনায় আইইআর অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটির অভিষেক, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড.আব্দুল হালিম, এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথ(সিআইপি)।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড.আব্দুল হালিম, সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন-২৮ এর সৈয়দা রুবিনা আক্তার মীরা, এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথ (সিআইপি), বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক মোঃআশরাফ উদ্দিন, গৌরব জুয়েলার্সের স্বত্তাধিকারী গনেশ দেবনাথ, আইইআর অ্যালাইমনাইয়ের অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহীন, বাংলা একাডেমী ২০২২ এর সাহিত্য পুরুষ্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মাসুদুজ্জামানকে।
আইইআর অ্যালাইমনাইয়ের অ্যাসোসিয়েশনের ২০২৩ সালের কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ধীমান রায়কে প্রধান করে অভিষেক কমিটির ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এসএম মহিউদ্দিন, মোঃ জসিম উদ্দিন,খন্দকার হালাল উদ্দিন মাহমুদ, ডা.তাপস কুমার বিশ্বাস,উজ্জ্বল কুমার ভক্ত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক শিপলু, নাহিদা বারিক বিউটি, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম নুরুল হায়াত টুটুল, শফিকুল ইসলাম সোহাগ,মনোয়ারুল ইসলাম মাসুদ, মোঃনুরুন্নবি সোহাগ, মনসুর আহমেদ রনি, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়ালিউর রাহমান আকন্দ,সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃসিয়াম, জয়নাল আবেদীন, ইশতিয়াক ইমু, সুজিত রায়, পুতুল চন্দ্র রায়, শাহজিদা নাজনীন সুরভি,নাহিদ হাসান শাহীন, মোঃনাজিম উদ্দিন, রেদওয়ান আহমেদ চন্দন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর মুকুল ইসলাম।