সিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ৭ জন

মোঃ অন্তর মিয়া প্রতিনিধি, শ্রীমঙ্গল ,মৌলভীবাজার:

অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক , এসআই/মোঃ আলা উদ্দিন, এসআই/মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই/ইলিয়াছ উদ্দিন সোহেল, এএসআই/রাজু কুমার বিশ্বাস, এএসআই/মোঃ জামাল মিয়া , এএসআই/জীবন বাকতি সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০২ জুলাই ২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ০৭ জন আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-১। সিআর-৬২২/১৯ (চুনারুঘাট) এর ০১ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ মিজান মিয়া, পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-কান্দিগাঁও, ডাক-সাটিয়াজুরী,থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, এ/পি সাং-শান্তিবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
২। জিআর-৩৮৯/২০১৯ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী সুজন রাউটিয়া, পিতা-বিপ্পব রাউটিয়া, সাং-জাগছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
৩। নারী ও শিশু মামলা-১১৭/২০১৮, পিটিশন মামলা-৪৯/২০১৮ এর পরোয়ানাভুক্ত আসামী তোফাজ্জল হোসেন, পিতা-ফারুক মিয়া, সাং-কুটিয়ারা কোনা (হুগলিয়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
৪।সিআর-২২৪/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ দুলাল মিয়া, পিতা-মোঃ আব্দুল আলী, সাং-২নং ভুনবীর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
৫। ফৌজদারী-৪৮/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামী তারেকুর রহমান পাপ্পু, পরিচালকঃ হিমাচল ট্যুরিষ্ট লজড পিতা-মিজানুর রহমান, মাতা-সেলিনা আক্তার খানম, সাং-রাধানগর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
৬। জিআর-৩০০/২০২০( শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী সুজিত ভৌমিজ, পিতা-কালাবাবু ভৌমিজ, সাং-ফুলছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
৭। শ্রীমঙ্গল থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২২ জুন, ২০২৩ এর আসামী আব্দুল করিম(৩০), পিতা-শাহাব উদ্দিন, সাং-বিরাহিমপুর, উপজেলা/থানা- শ্রীমঙ্গল, জেলা –মৌলভীবাজার।

সকল আসামীদের অদ্য ০৩ জুলাই ২০২৩খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close