নারায়ণগঞ্জ

আমরা ঘুরে দাঁড়িয়েছি : জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন, নারী নির্যাতন বন্ধ হলে পৃথিবীটা সুন্দর হবে। সেজন্য বলা হচ্ছে নারী নির্যাতন বন্ধ করতে হবে।

এজন্য আমরা নেমে পড়েছি। আমরা যে নেমে পড়েছি তার প্রমান আজকে মহিলা সংস্থা ও বিভিন্ন জায়গায় নারীদের অংশগ্রহণ। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকারও নারী। বিভিন্ন জায়গায় নারীরা বসে আছেন। তাদের অংশগ্রহণ উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলছে। এটার মানে আমরা ঘুরে দাঁড়িয়েছি।

শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহিলা সংস্থার জেলা কর্মকর্তা লায়লা আরজুমান এতে সভাপতিত্ব করেন।

লিপি ওসমান আরো বলেন, এক সময় মেয়ে বাচ্চা জন্ম নিলে জীবিত দাফন করে দেওয়া হত। যেখান থেকে আজকের দৃশ্য ঘুরে দাঁড়িয়েছে। লন্ডনে নারীরা নির্যাতিত হতেন, তারাও ঘুরে দাঁড়িয়েছেন। এশিয়াতে যে নারীরা নির্যাতিত হতেন তা বিভিন্ন সময় মিডিয়ায় উঠে আসত। এখন আরও বেশি উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা নিজেদের প্রতিষ্ঠিত করছে মানুষ হিসেবে।

আমরা যখন আমাদের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো তখনই আমরা সফল হবো। আমাদের সহনশীলতা ও ধৈর্য যেন আমাদের দুর্বলতা না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close