সিলেট বিভাগস্বাস্থ্য বার্তা
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাডম্যান শ্রীমঙ্গল এর নানান কর্মসূচি পালিত
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ব্লাডম্যান শ্রীমঙ্গল এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও রক্তদানে উৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং কেক কাটা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ই জুন) দুপুর ১২ঘটিকায় কালিঘাট রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে র্যালি শেষ অফিসে এসে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও কে এস এম আরিফুল ইসলাম এর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি, রক্তদানে লিফলেট বিতরণ, কেক কাটা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বীর মুক্তিযোদ্ধা শেখ জামান, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ, সাংবাদিক ইসমাইল মাহমুদ, রিপোর্টার্স ফোরাম শ্রীমঙ্গল এর সহ সমন্বয় আমিনুর রশীদ রুম্মান, ফটো সাংবাদিক শাওন চৌধুরী সহ ব্লাডম্যান শ্রীমঙ্গল এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।