দুপুর ১২টার দিকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা জেলা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে বেলা সোয়া একটার দিকে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি নুর করিম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে আপনারা দলবেঁধে পেটালেন, এটা কি স্বাধীন দেশ? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ কি চেয়েছিলাম? মারেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। আমি বলছি না আপনাদের দেশ ছেড়ে যেতে হবে, আমি বলছি না আপনাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। তবে আইনের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হবে।’