সারাদেশ
কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি খ্যাত পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় কবির ছেলে যুগল রায় বাদী হয়ে মামলা করেছেন।
তার ছেলে বলেন ‘আমার এই বৃদ্ধ বাবাকে যেভাবে মারধর করা হয়েছে, তা বলে বোঝানো সম্ভব নয়!’ একজন বয়স্ক কবিকে এইরকম অমানবিক ও বর্বরচিত নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। অবিলম্বে হামলাকারী অমানুষগুলোকে গ্রেফতার করে বিচার করা হোক।