জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নাসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা দেখে নিন

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যারা। ভোট গননার পর বেসরকারীভাবে রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলেন,

১নং ওয়ার্ডে আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), ২নং ওয়ার্ডে ইকবাল হোসেন (লাটিম), ৩ নং ওয়ার্ডে শাহজালাল বাদল (ঠেলাগাড়ি), ৪ নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), ৫ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৬ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি), ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান খান (রেডিও), ৮ নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (করাত) , ৯ নাম্বার ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (করাত), ১০ নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন র‌্যাকেট), ১১ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম (ঝুড়ি), ১২ নং ওয়ার্ডে শওকত হাসেম (লাটিম), ১৩ নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার (ঠেলাগাড়ি), ১৪ নং ওয়ার্ডে  মনিরুজ্জামান মনির (ঘুড়ি), ১৫ নং ওয়ার্ডে অসিত বরণ (ঝুড়ি), ১৬ নং ওয়ার্ডে  মো: রিয়াদ হাসান (ঘুড়ি), ১৭ নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু (ঘুড়ি), ১৮ নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (ঘুড়ি), ১৯ নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম), ২০ নং ওয়ার্ডে  শাহেন শাহ আহমেদ (করাত), ২১ নং ওয়ার্ডে মো: শাহিন মিয়া (ঘুড়ি), ২২ নং ওয়ার্ডে সুলতান আহমেদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার), ২৩ নাম্বার ওয়ার্ডে আবুল কাওসার আশা (ঠেলাগাড়ি), ২৪ নং ওয়ার্ডে আফজাল হোসেন (ঘুড়ি), ২৫ নং ওয়ার্ডে এনায়েত হোসেন  (ঠেলাগাড়ি) ২৬ নং ওয়ার্ডে সামছুজ্জোহা (ঘুড়ি) ও ২৭ নং ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম (লাটিম)।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close