নারায়ণগঞ্জরাজনীতি

নারায়ণগঞ্জের ৫৪ শহীদের নামে গণসংহতি আন্দোলনের বৃক্ষরোপন

প্রেস বিজ্ঞপ্তি

আগামীকাল ২৫ জুলাই, শুক্রবার গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ৫৪ জন শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সিটি পার্কে বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে গণসংহতি আন্দোলনের মাসব্যাপী কর্মসূচী চলছে। ফ্যাসিবাদ বিরোধী এই ঐতিহাসিক লড়াইয়ে নারায়ণগঞ্জের জনপদে স্বজন, আমানত, রিয়া গোপ সহ ৫৪ জন শহীদ হয়েছেন। আমরা যথাযথ মর্যাদার সাথে শহীদদের স্মরণে রাখতে চাই। ইতিমধ্যে গত ১৮ জুলাই আমরা “জুলাই সমাবেশ ও শহীদী মার্চ” করেছি। শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। তার ধারাবাহিকতায় আগামীকাল শহীদের নামে ৫৪ টি ফলজ এবং ঔষধী গাছ রোপন করা হবে।

কর্মসূচি উপলক্ষ্যে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস যৌথ বিবৃতিতে বলেন, আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। বৈষম্যের বিরুদ্ধে জনতার এ লড়াই সকল বৈষম্যের অবসানের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারে। এই শহীররা সেই চলার পথে আমাদের পথপ্রদর্শক। গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যে অবিচল। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ও জনগণের অধিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলমান রয়েছে। রোপণকৃত গাছগুলো প্রাণ-প্রকৃতিকে রক্ষায় ঢাল হিসেবে কাজ করবে। যেমন করে আমাদের শহীদেরা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, দলের ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রতিবেশ আন্দোলন জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, যুব ফেডারেশনের জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close