নারায়ণগঞ্জ

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রয়ারী নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে সকাল ১১.৩০টায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.ফজলুল হক (রুমন রেজা), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

এসময় অতিথিদের ফুলের শুভেচ্ছা তুলে দেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়েশা আক্তার, ইয়ুথ লীড গ্লোবাল এর প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম ইফতি, মানব কল্যাণ পরিষদ এর সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার, সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের সভাপতি ইকবাল হোসেন বিজয়, গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের দপ্তর সম্পাদক মো.রাকিবুল হাসান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে ৫ই ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’’। তারা আরো বলেন, পাঠাগারের মাধ্যমে বই পড়া বৃদ্ধি করতে হবে। শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগীতা আয়োজন করে বই পড়তে আকর্ষণ তৈরি করতে কাজ করে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close