নারায়ণগঞ্জফতুল্লা

সিমেন্ট কারখানার ট্রাকে পিষ্ট হয়ে নিহত সাংবাদিক জনি

সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটী এলাকায় পাঁচতলা কলোনির সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটী এলাকায় পাঁচতলা কলোনির সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জনি ফতুল্লার ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। জনির স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জনি চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ‘ফটো নারায়ণগঞ্জ অনলাইন’ নামের একটি পোর্টালের সম্পাদনা করতেন।

ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন জানান, ফতুল্লা থানা সংলগ্ন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে সাংবাদিক সফিকুল ইসলাম জনি বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

যাত্রাপথে পঞ্চবটী পাঁচতলা কলোনির সামনে বেপরোয়া গতিতে আসা শাহ সিমেন্ট কারখানার একটি ট্রাক পেছন থেকে জনির মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জনির কোমর থেকে শরীরের নিচের অংশ মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জনিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে মাসদাইর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নিহত জনির জানাজায় তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিব উদ্দিন সময় নিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তারা মামলা করতে চাইলে মামলা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তসহ ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে, সড়ক দুর্ঘটনা সাংবাদিক জনির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ফতুল্লা প্রেসক্লাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close