খুলনা বিভাগজাতীয়নির্বাচনী হালচালরাজনীতি

খুলনার জনসভায় শেখ হাসিনা ২৪ প্রকল্পের উদ্বোধন

খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে  এবং সেই সাথে ২৪টি উন্নয়ন প্রকল্প ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনার জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে সরাসরি প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। তিনি খুলনার সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় শেষে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

এই জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে এসে জড়ো হয়েছেন। বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য,, এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close