নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

নারায়ণগঞ্জে বেতন-বোনাসের দাবিতে প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে, জুন মাসের বেতন ও বোনাসের দাবিতে প্যারাডাইজ কেবলস লিঃ শ্রমিক ইউনিয়ন কুতুবআইল ফতুল্লার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপত্বিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সাধারন সম্পাদক শ্রমিকনেতা বিমল কান্তি দাস, শ্রমিকনেতা দুলাল সাহা, শ্রমিক নেতা জাহাঙ্গির আলম গোলক, যুগ্ম সাধারন সম্পাদক শ্রমিকনেতা ইকবাল হোসেন, ইউনিয়নের সাধারন সম্পাদক মো. নাজমুল হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, সহ সাধারন সম্পাদক মো. বাদল, আলেয়া প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আমরা ঈদউল আজহার পুর্ন বোনাস ও জুন মাসের বেতনসহ বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমেছি প্রয়োজনে রাজ পথথেকেই কঠোর আন্দোলনের মাধ্যমেই বেতন বোনাসসহ বকেয়া বেতনভাতা আদায়ে পিছপা হবোনা ,অতিতে আমাদের তিক্ত অভিঙ্গতা রয়েছে ঈদের পুর্বে পরিবার,সন্তানদের নিয়ে অভুক্ত থাকার ,মালিকপক্ষ বারবার আমাদেরকে পা্ওনাথেকে অধিকারথেকে বঞ্চিত করেছেন আমরা এখনো বকেয়া ১৩ মাসের বকেয়া পা্ওনা রহিয়াছি দিতে বারবার সময়দিয়ে্ও অদ্যাবদি পরিষোধ করেন নাই । আমরা নারায়নগঞ্জের সরকারের ডিসি,এসপিসহ কলকারখানা বিভাগের দৃষ্টি আকর্ষনকরে বলতে চাই আমরা বারংবার আপনাদের দপ্তরকে অবহিত করেছি , আপনারা আমাদের সমস্যার কথা জানেন অতএব আমাদের সংকট সমাধানে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা করছি ।

তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিলহয়ে বারবার সরকারের যথাযথ দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছি করছি , সরকারে যথাযথ দপ্তররে নির্দেশ আমরা মেনে চলছি কিন্তু মালিকপক্ষ চুক্তির দ্বারা অমান্য করছে । প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবো ।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধমুল্যের বাজারে চাল ,ডাল ,তেলসহ বেচে থাকার জন্য খাদ্যের মুল্য বেড়েছে অথচ আমাদের মজুরি বাড়ছেনা । আমরা কোন মতে বেচে আছি পরিবারের সন্তানদের প্রয়োজনে কঠোর হবো ,আমাদের পরিবার সন্তানদের মুখে খাদ্য তুলে দিতে আমাদের যেকোন কঠোর লড়াই আমরা লড়তে প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close