অপরাধ

মুনতাহা হ-ত্যা: বিচারকের সামনে জবানবন্দি দিতে অস্বীকৃতি মারজিয়ার

সিলেটের আলোচিত শিশু মুনতাহা হ-ত্যায় অভিযুক্ত ৪ আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। মুনতাহা অপহরণ ও হ-ত্যা মামলার ৪ আসামিকে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত জানালে তাকে আদালতে হাকির করা হয়। পরবর্তীতে আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে আদালত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ৩ নভেম্বর কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের শামীম আহমদের ৫ বছর বয়সী শিশুকন্যা মুনতাহা নিখোঁজ হয়। ১০ নভেম্বর বাড়ির কাছে কাদামাখানো, গলায় দড়ি প্যাচানো অবস্থায় তার লা-শ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুনতাহার প্রতিবেশী ও সাবেক প্রাইভেট শিক্ষিকা শামীমা আক্তার মারজিয়া, তার মা আলিফজানসহ ৪ জবকে গ্রেফতার দেখিয়ে ১১ নভেম্বর আদালতে হাজির করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close