জাতীয়

সাবেক আইজিপি মামুনকে ৪৩ দিনের রিমান্ড

রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক ৮ মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, এ নিয়ে সাবেক এই আইজিপির মোট ৬১ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

আজ আদালত রাজধানীর যাত্রাবাড়ীতে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় ৩৮ দিন ও নিউমার্কেট এলাকায় তাহির জামান প্রিয় (২৭) নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন মামুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close