নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

সিদ্দিরঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে শনিবার (১২ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে এই কর্মূসূচি পালন করা হয়।

 

লিফলেট বিতরণের সময় সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় রিয়াজ বলেন, ‘এই নিশিরাতের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ মদদে এই দূর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট নিজেদের মত করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে ইমপোর্ট মূল্যের থেকে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য রাত আর দিন পার্থক্য। বাজারমূল্য নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপই এই সরকার নিচ্ছে না। তারা জনগণের সুবিধা অসুবিধার কথা কখনই চিন্তা করে না, কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত না। আজ যদি বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগন আজ এর প্রতিকার পেতো। মানুষ আজ অসহনীয় অবস্থায় জীবন যাপন করছে। একমুঠো চাল-ডালের জন্য অসহায় মানুষ আজ টিসিবির পন্যের গাড়ির পেছনে লটকে থাকে। আর বেশিদিন নাই অসহায় মানুষের এই হাহাকার জনরোষে পরিনত হবে, তখন এই দুর্নীতিবাজরা পালানোর পথ খুজে পাবে না।’

এই সময় আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজি আক্কল আলি সরকার, মহানগর ছাত্রদলের যুগ্ন-সম্পাদক আজাহারুল ইসলাম নিপু, ওসমান আলী, ইমরান হোসেন, ওয়াসিম হোসেন, রাজু আহমেদ, যুবদল নেতা জনি, সানজিদ, শাহ পরান সহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close