সিলেট বিভাগ
শ্রীমঙ্গলে তিন দিনের প্রচেষ্টায় কাল নাগিনী সাপ উদ্ধার
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন এর বাসিন্দা জুয়েল কানুর বাসার মহিলারা গত তিন দিন আগে দুপুরবেলা ছাদে কাপড় দিতে গেলে সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফাউন্ডেশনের লোকজন সেখানে উপস্থিত হয়ে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি।
পরের দিন ও সাপ টি কে দেখা যায় কিন্তু সাপ টি জন মানব দেখলে লুকিয়ে যায়। আর তৃতীয় বারের মত আজ শুক্রবার ২৭শে মে সাপটিকে দেখে আবার আমাদের খবর দিলে, বন বিভাগ কে সাথে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আজ বিকেলে অবমুক্ত করা হবে। বলে এসব তথ্য নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দায়িত্বশীলদের থেকে।