জাতীয়রাজনীতি

সংবিধান জনগণের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে -আহমদ আলী কাসেমী

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
বর্তমানে বাংলাদেশে একটি মারাত্মক সংকট চলছে। এ সংকট তৈরী করেছে বর্তমান ক্ষমতাসীনরা। ২০১৪ ও ২০১৮ সালে জনগণ ভোট দিতে পারেনি। এখন আর এ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার চায় জনগণ। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে সরকার ভয় পায় কেন? সংবিধান জনগণের জন্য। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী রংপুরে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দল নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবী আদায়ে (১৫ জুলাই) শনিবার বেলা ২টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মাদ সালাহ্ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, খেলাফত মজলিসের রংপুর মহানগরী সভাপতি অধ্যাপক তাওহিদুর রহমান মন্ডল রাজু, রংপুর জেলা সভাপতি ক্বারী মাওলানা আশরাফুল আলম, কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা সাইয়্যেদুর রহমান, দিনাজপুর জেলা সভাপতি মাওলানা আ ক ম খাদেমুল ইসলাম, নীলফামারী জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা আবদুর রহমান, লালমনিরহাট জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, রংপুর মহানগরী সাধারণ সম্পাদক আলহাজ্ব সহিদুর রহমান (রাজা), রংপুর জেলা সাধারণ সম্পাদক আহমদ আলী মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য শাহ শিহাব উদ্দিন, গাইবান্ধা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবু সাঈদ খুদরী, ঠাকুরগাঁও জেলা নির্বাহী সদস্য মো. সোহেল রানা, মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত, রংপুর ইসলামী ছাত্র মজলিস নেতা মো. নূর হোসেন, হাফেয মো. মেজবাহ উদ্দিন মাহমুদ, মো. আরাফাত রহমান, হাফেয ইয়াকুব আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close