খুলনা বিভাগলেখা-পড়াসাহিত্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে নব-নিযুক্ত প্রভাষককে খুলনা বন্ধুসভার ফুলেল শুভেচ্ছা
রাকিবুল ইসলাম ইফতি, বার্তাকক্ষ সম্পাদক – দৈনিক বজ্রধ্বনিঃ সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন অত্র ডিসিপ্লিনের ছাত্রী নিশানা আফরিন নিশু। তিনি প্রথম আলো বন্ধুসভা, খুলনার একজন বন্ধু। তাঁর এ অর্জনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে খুলনা বন্ধুসভা পরিবারে।
সদ্য তার নিয়োগকে কেন্দ্র করে খুলনা বন্ধুসভা পরিবার ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছেন। ২৮ অক্টোবর বিকাল ৪টায় প্রথম আলো, খুলনা অফিসে এ শুভেচ্ছা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ডক্টর তুহিন রায়, আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক ও খুলনা বন্ধুসভার সভাপতি তারক চাঁদ ঢালী, সহ সভাপতি বনানী আফরোজা ও আসফিক আহমেদ সিদ্দীকী প্রমুখ।।
শুভেচ্ছা প্রদান পর্বটি কথামালার মাধ্যমে ফুটিয়ে তোলেন খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ।
শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষে আহমদ ছফা রচিত “যদ্যপি আমার গুরু” বইয়ের উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়। তরুণদের মাঝে পাঠ রিভিও প্রতিযোগিতারর মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্খিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও নন্দিত সাংবাদিক শেখ আল এহসান, কয়রা উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন প্রমুখ।